বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তার মেয়ে জান্নাতিন তাজরীর মৃত্যু হয়েছে। তাজরী অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী ছিলেন।
প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অকাল মৃত্যুতে শোকাহত।
গণমাধ্যম বার্তায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।