Views: 35
চন্দ্রদ্বীপ নিউজ :: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামের একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাশিমপুর থানায় বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনের পাশের কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছ। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’