শিরোনাম

বেগুন চাষে কৃষকের বাজিমাত ভোলার মফিজ

Views: 57

বরিশাল অফিস:: ভোলার লালমোহন উপজেলায় বেগুন চাষে আশানুরূপ ফলন পেয়ে খুশি মো. মফিজ নামে এক কৃষক। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকায় ১৭৬ শতাংশ জমিতে এ বছর জমি লিজ নিয়ে তৃপ্তি জাতের বেগুন চাষ করেছেন তিনি। বাজারে এ জাতের বেগুনের চাহিদা থাকায় লাভবান হওয়ার স্বপ্ন বেগুন চাষি কৃষক মো. মফিজের। তার ক্ষেতের গাছগুলো এখন বেগুনে পরিপূর্ণ।

বেগুন চাষি মফিজ জানান, বেশ কয়েক বছর ধরে আমি কৃষি চাষাবাদের সঙ্গে জড়িত। গত কয়েক বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি মৌসুমে বেগুনের চাষ করছি। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ক্ষেতে ফলন অনেক ভালো হয়েছে। ক্ষেতের গাছগুলোতে বর্তমানে ব্যাপক পরিমাণে বেগুন রয়েছে। গত ১০ দিন আগ থেকে বেগুন তোলা শুরু করেছি। এরইমধ্যে ক্ষেত থেকে তিনবার বেগুন তুলেছি। এসব বেগুন লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন আড়তে পাইকারি বিক্রি করি। বর্তমানে বেগুনের বাজার দর কিছুটা কম। তবুও গড়ে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে আড়তে এসব বেগুন বিক্রি করছি।

তিনি আরো জানান, আগামী দেড় মাসের মতো ক্ষেতে ফলন থাকবে। আশা করছি ক্ষেতের সব ফসল সাড়ে চার লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। তবে ক্ষেতের সব ফসল বিক্রি করা পর্যন্ত অন্তত সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে। খরচের মধ্যে রয়েছে- জমি লিজ, জমি প্রস্তুত, কীটনাশক ও শ্রমিকসহ অন্যান্য ব্যয়। এ বছর বাজারে বেগুনের দাম কিছুটা কম। দাম আরেকটু বেশি হলে অধিক লাভবান হতে পারতাম। তারপরও ক্ষেতের সব ফসল বিক্রি শেষে যা লাভ হবে তা নিয়েই খুশি থাকবো।

পাঙাশিয়া এলাকার সুমন ও তপন অধিকারী নামে অন্য দুই কৃষক বলেন, আমাদের এলাকায় কৃষকরা বেগুন চাষ করে ভালো ফলন পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে মফিজ মিয়ার। তার ক্ষেতে অনেক ফলন রয়েছে। বাজারে দাম একটু কম হলেও মফিজ মিয়া তার ক্ষেতের বেগুন বিক্রি করে মোটামুটি ভালোই লাভবান হবেন। আগামীতে আমরাও বেগুন চাষের কথা ভাবছি। কারণ ঠিকমতো পরিচর্যা করলে বেগুনের অনেক ভালো ফলন পাওয়া যায়। আর বাজারেও বেগুনের চাহিদা থাকে।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রত্যেক কৃষকের খোঁজ-খবর রাখার চেষ্টা করি। আমরা চাই কৃষকরা যেন চাষাবাদ করে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হন। এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কৃষকদের নতুন বিভিন্ন ধরনের ফসল চাষে উদ্বুদ্ধ করছি। এ জন্য তাদের পরামর্শ প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করছি। লালমোহন উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের সফলতার জন্য কাজ করে যাচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *