পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে উপকূল রাঙ্গাবালীর পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পটুয়াখালী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে।
প্লাবিত গ্রামগুলো হলো- উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা, চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া, গরু ভাঙ্গা, কুলের চর ও মরাজঙ্গী।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে প্রায় চার ঘণ্টা পানিবন্দি ছিল এসব এলাকার মানুষ। এতে গ্রামের অন্তত দুইশ’ পরিবার চরম দুর্ভোগ পড়ে।
এদিকে বৃহস্পতিবারও জোয়ারের পানি পটুয়াখালীর পৌর শহরের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং পৌর শহরের দুই-তৃতীয়াংশ এলাকা ও সড়ক তলিয়ে যায়। এছাড়াও পানি ঢুকে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে। বিশেষ করে জোয়ারের পানিতে শহরের পুরান বাজার, নতুন বাজার, পোস্টঅফিস সড়ক, চরপাড়া, আদালত পাড়া, সেন্টারপাড়া, জুবিলী স্কুল রোড, মুন্সেফপাড়া, মহিলা কলেজ রোড, মেডিকেল কলেজ হাসপাতাল, নিউমার্কেট চত্বর, পুরাতন হাসপাতাল রোড, সিভিল সার্জন অফিসসহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে চরম ভোগান্তি হয় ব্যবসায়ীদের এবং বন্ধ হয়ে যায় বেচাকেনা। থমকে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এ ব্যাপারে পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র জানান, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।