বরিশাল অফিস;: বেতনভাতা ৩০ হাজার টাকায় উন্নীতকরণ ও বকেয়া ভাতা পরিশোধসহ ৪ দফা দাবিতে বরিশালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
এর আগে শনিবার রাত থেকে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে জানান ইন্টার্ন চিকিৎসকরা।
এর অংশ হিসেবে সোমবার (২৫ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা।
ধর্মঘটের মধ্যেই হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
মানববন্ধনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদকে এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতারা উপস্থিত ছিলেন।
দাবিগুলো হলো— পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনিং চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় তা খুবই সামান্য। এই সম্মানি ভাতা দিয়ে আমরা কোনভাবেই চলতে পারছিনা। আমাদের এই দাবি দীর্ঘদিনের হলেও দাবি পূরণ হয়নি। তাই অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাধ্য হয়ে এ কর্মবিরতি ডেকেছেন দাবি করে রোগীদের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেন চিকিৎসকরা।