শিরোনাম

বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

Views: 36

বরিশাল অফিস :: ১০% বেতন বৃদ্ধিসহ বার্ষিক ইনক্রিমেন্ট, ওভারটাইমে বেসিকের দ্বিগুণ মজুরি পরিশোধসহ ৬ দফা দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় সোনারগাঁও টেক্সটাইল মিলগেটে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, ক্রীড়া সম্পাদক হারুন শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০২১ সালে আন্দোলনের মুখে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ২৫% বেতনবৃদ্ধি করার ঘোষণা দিলে ও সেই বেতন ১৫% বৃদ্ধি করা হয়েছে, বাকি ১০% বেতন আজ ও বৃদ্ধি করা হয়নি। ৩ বছরে শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ও দেয়া হয়নি। বক্তারা প্রতিশ্রুত ১০% বেতন বৃদ্ধিসহ ৩ বছরের বার্ষিক ইনক্রিমেন্টসহ মোট ২৫% বেতন বৃদ্ধি করার জোর দাবি জানান।

একইসাথে ছুটি দেয়া নিয়ে শ্রমিক হয়রানি বন্ধ করে অর্জিত ছুটির মজুরি পরিশোধ, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি পরিশোধ করাসহ বক্তারা ৬ দফা দাবি তুলে ধরেন- ১। অবিলম্বে শ্রমিকের সাথে প্রতিশ্রুত ১০% বেতন বৃদ্ধি করতে হবে।

২। যুগোপযোগী বেতনস্কেল চালু কর, অবিলম্বে ৩ বছরের বকেয়া বার্ষিক ইনক্রিমেন্ট দাও।

৩। ছুটি দেয়া নিয়ে অনিয়ম দূর কর, অর্জিত ছুটির মজুরির হিসাব বছরান্তে পরিশোধ কর।
৪। কোম্পানির লভ্যাংশে শ্রমিকের অংশ বেতনের সাথে পরিশোধ কর।

৫। প্রতি শিফটে ৮ ঘন্টা ডিউটি, ওভারটাইমে মূল বেতনের দ্বিগুণ মজুরি প্রদান কর। সব শিফটে নাস্তার ব্যবস্থা কর।

৬। অব্যাহতি প্রদান করলে বা স্বেচ্ছায় অবসরে গেলে শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের সমুদয় পাওনাদি পরিশোধ করতে হবে।

বক্তারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ৬ দফা দাবি মানার ঘোষণা না আসলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *