শিরোনাম

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে বরিশাল ভোলা মহাসড়ক বন্ধ

Views: 43

বরিশাল অফিস :: বরিশাল-ভোলা মহাসড়কের টুঙ্গীবাড়িয়া এলাকায় একটি বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে গেছে। এ ঘটনা ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।

বরিবার ( ৩ রা মার্চ) ভোর রাতে বরিশাল জেলার সদরে টুঙ্গীবাড়িয়া বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়ও প্রত্যক্ষদর্শী এস বি রাকিব জানিয়েছেন।

এ কারণে ব্রিজের দু’পাশে পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী আটকে পড়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কখন নাগাদ ঠিক হবে এমন কোন সিদ্ধান্ত এখনো জানা যায়নি স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থানে অবস্থান করছেন।

এ বিষয়ে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন,টুঙ্গীবাড়িয়া এলাকায় হঠাৎ করে এক বেলি ব্রিজ ভেঙে ট্রাক খালের যায় এতে ঘটনা স্থলে চালকও হেলপার কিছুটা আহত হয়। এ ঘটনায় বরিশাল -ভোলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকলের ভোগান্তির কথা চিন্তা করেই খুব দ্রুত যানবাহন চলাচল জন্য বিকল্প পথ তৈরি করা হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *