Views: 64
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এছাড়া মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি করায় ২ কসমেটিক্স ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৩ মার্চ) দুপুর একটায় কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পটুয়াখালী ভোক্তা অভিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।
এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ভোক্তাদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। বাজার নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অভিদপ্তর।