চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে। তিনি আজ ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আগের সরকারের সময়ে রিজার্ভ প্রতি মাসে ১.৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার করে কমছিল, কিন্তু বর্তমানে এটি ইতিবাচক পথে ফিরছে।”
গভর্নর উল্লেখ করেছেন যে, সার, বিদ্যুৎ এবং আদানি-শেভরনের বকেয়া পাওনা পরিশোধের জন্য উল্লেখযোগ্য অর্থ দেওয়া হয়েছে। গত দুই মাসে কেন্দ্রীয় ব্যাংক ১.৮ বিলিয়ন (১৮০ কোটি) ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২.৫ বিলিয়ন (২৫০ কোটি) ডলার থেকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলারে নামিয়ে এনেছে।
৮ অক্টোবর পর্যন্ত বিপিএম৬ হিসাব অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯.৮২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, আর মোট রিজার্ভ ২৪.৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গভর্নর আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দুই মাসের মধ্যে ঋণ পরিশোধ করা সম্ভব হলে বাজারের তরলতা পরিস্থিতির উন্নতি হবে।
এছাড়াও, গভর্নর দেশের বাড়তে থাকা বৈদেশিক ঋণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা বর্তমানে ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি জানান, ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে, তবে সফলভাবে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অন্তত এক বছরের সময় লাগবে।