শিরোনাম

বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সৈকতে পর্যটকদের আনন্দ-উল্লাস

Views: 54

পটুয়াখালী প্রতিনিধি :: বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ-উল্লাসে সময় পার করছেন তারা। এক মাস পর সৈকতে বিপুল সংখ্যক পর্যটক সমাগমে খুশি ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, পর্যটকদের ভিড় বেড়েই চলেছে কুয়াকাট সমুদ্র সৈকতে। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকততীরে। আনন্দ-উল্লাসে মেতে ওঠেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউবা স্মৃতিগুলো ধরে রাখতে মুঠোফোনে ব্যস্ত।

একই সঙ্গে কর্মচঞ্চল হয়ে ওঠেছে সৈকত সংলগ্ন হোটেল-মোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। গত এক মাসের বেশি সময় চলা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার ও ট্যুর গাইডসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানেরও।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে, দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত এক মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘পর্যটকরা আগের মতোই কুয়াকাটায় আসবে বলে প্রত্যাশা করি। সেই সঙ্গে আমরাও পর্যটন সেবা নিশ্চিত করবো।’

কুয়াকাটা জোনের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন বলেন, ‘আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।’

দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক হোটেল-মোটেল রয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *