শিরোনাম

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ দুমকির মনির, প্রয়োজন অর্থনৈতিক সহায়তা

Views: 10

পটুয়াখালীর দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মনির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পেশায় পোশাক শ্রমিক মনির গত ২০ জুলাই গাজীপুর চৌরাস্তা এলাকায় গুলিবিদ্ধ হন এবং সেসময় থেকেই পঙ্গুত্ববরণ করে জীবনযুদ্ধে লড়ছেন।

মনির পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। মনিরের স্ত্রী ও তিন বছরের ছেলে ইসমাইলের ভরণপোষণ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবারের অবস্থা এতটাই শোচনীয় যে হাসপাতালে মনিরের সঙ্গে থাকা দুই-তিনজনের খাবারের ব্যবস্থাও করতে হিমশিম খেতে হচ্ছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা পাওয়া গেলেও তা ইতিমধ্যে চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। বর্তমানে পরিবারটি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।

আর্থিক সহযোগিতার আবেদন জানিয়ে মনির বলেন, “টাকার অভাবে চিকিৎসা চালানো এবং পরিবারের দেখভাল করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছি।”

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “গুলিবিদ্ধ মনিরকে সহায়তার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও তাকে সহায়তা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মানুষের সাহায্য ছাড়া মনিরের চিকিৎসা এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *