দেশের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতা শক্তিশালী করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, “বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের জন্য দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে, বিদেশে যারা কাজের জন্য যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, তবে যারা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে দক্ষ, তাদের জন্য সুযোগের দরজা খোলা রয়েছে।”
আজ (১০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এফ হাসান আরিফ। তিনি আরও বলেন, “এটি শুধু ব্যক্তিগত লাভ-লোকসানের বিষয় নয়, বরং এটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য একটি উন্নয়নের প্রক্রিয়া।”
আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়া, অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নয়টি পরিবারকে এক লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া, আন্দোলনে গুরুতর আহতদেরকে সম্মাননা স্মারক এবং আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানের শেষে তিনি আইডিইবি ভবন প্রাঙ্গনে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। পরে আইডিইবি ভবন থেকে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে কাকরাইল মোড়, নাইটঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে আবার আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম