শিরোনাম

বৈষম্য দূর করার জন্যই ৫ই আগস্ট রাজপথে নেমেছিলাম: শায়েখে চরমোনাই

Views: 24

বরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, বাংলাদেশের মানুষ আজও বৈষম্যের শিকার, বিশেষ করে ব্রিটিশ শাসনামল থেকে আলেম ও মুসলমানরা নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে। বহু নেতার পরিবর্তন হলেও নীতির অভাবে মুসলমানগণ তাদের ন্যায্য অধিকার পায়নি।

তিনি বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন,৫ই আগস্ট আমরা রাজপথে নেমেছিলাম শুধুমাত্র এই বৈষম্য দূর করতে। এখন সময় এসেছে, ইসলামী নীতি প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য দূর করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শায়েখে চরমোনাই আরও বলেন,রাষ্ট্রপতি শেখ হাসিনা জনগণের কাছে দায়বদ্ধ না হয়ে স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন। তিনি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ কাওসারুল ইসলাম, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য (অর্থ বিভাগ) মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা। এছাড়া ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীরও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দীন (রোকন) ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা পশ্চিম শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর এবং জয়েন্ট সেক্রেটারি এইচ এম কাওসার আহমেদ।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি এইচ এম ইকবাল হোসেন, পূর্ব শাখার সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ইলিয়াস, ইসলামী শ্রমিক আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, যুবনেতা মাওলানা আব্দুস সবুর এবং ছাত্র নেতা মুহাম্মাদ নজরুল ইসলাম তানিম চৌধুরী প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *