ব্যাটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘‘যে নির্দেশনা আদালত থেকে আসবে, আমরা তা যথাযথভাবে বাস্তবায়ন করবো।’’
ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য, আর যারা এই মামলা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি গঠন করা হবে।’’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে এবং যদি কেউ পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তাকে কঠোরভাবে দমন করা হবে।’’
তিনি আরও বলেন, ‘‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নিয়োগ দেওয়া হতে পারে এবং শিক্ষার্থীরাও আগের মতো দায়িত্ব পালন করবে।’’
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম