শিরোনাম

ব্যাটারি চালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর একমাসের স্থিতাবস্থা

Views: 8

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধে হাইকোর্টের তিন দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করার আদেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট। এর ফলে এখন পর্যন্ত ব্যাটারি চালিত রিকশাগুলোর চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে আদালত এই বিষয়ে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন।

এ আদেশের পর, ব্যাটারি চালিত রিকশা চলাচলে আইনগতভাবে আর কোনো বাধা নেই, এমনটি জানিয়েছেন রিটের পক্ষে শুনানির দায়িত্বে থাকা ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি বলেন, “চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছেন, তাই এখন ঢাকা মহানগরে যেসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে, সেগুলো চলতে পারে।”

এদিকে, রাষ্ট্রপক্ষও জানিয়েছে যে, চেম্বার কোর্টের স্থিতাবস্থা আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচল অব্যাহত থাকবে এবং আইনগত কোনো বাধা থাকবে না।

এছাড়া, ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকার মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নির্দেশ দেন। এ আদেশে ঢাকার দুই সিটি করপোরেশন, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে, রিটে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার ব্যাপারে জহুরুল ইসলাম মাসুম এবং মো. মমিন আলী, যারা বৃহত্তর ঢাকা সিটির প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সদস্য, তাদের দায়ের করা রিটের ওপর উচ্চ আদালত রুল জারি করেছিল।

এ প্রসঙ্গে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাধারণ নাগরিকের পক্ষ থেকে শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *