চন্দ্রদ্বীপ ডেস্ক: ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাগিনী ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক কার্যত আত্মসমর্পণ করেছেন। ফ্ল্যাটকা-ে অভিযোগের ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির সিটি মন্ত্রী ও আর্থিক খাতে দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক।
লন্ডনে দু’টি ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি এ আহ্বান জানান। কারো কারো মতÑ এই আহ্বান জানানোর মাধ্যমে কার্যত ‘আত্মসমর্পণ’ করলেন টিউলিপ। গত সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিট টিউলিপের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। বাংলাদেশের ব্যাংকগুলোকে টিউলিপসহ তার ভাই ও মায়ের অ্যাকাউন্টের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তি ব্যবহারকে ঘিরে অভিযোগের ভিত্তিতে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন।