বর্তমানে এক সরকারি সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন ব্লিনকেন। শুক্রবার তুরস্কে পৌঁছেছেন তিনি। সেখান থেকে ইসরায়েল, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফরের কথা রয়েছে তার।
হানিয়ার মতে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গত তিন মাস ধরে যে সামরিক অভিযান চালাচ্ছে, তা বন্ধে বর্তমান এই সফরকে কাজে লাগাতে পারেন ব্লিনকেন। শুক্রবার এক ভিডিওবার্তায় হামাসপ্রধান বলেন, ‘গত তিন মাস ধরে ইসরায়েল যেভাবে গাজা উপত্যকায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে, আমাদের ধারণা, ইসরায়েলের মূল উদ্দেশ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র স্পষ্ট ধারণা পেয়ে গেছে।’
‘এবং গাজায় ইসরায়েলি বাহিনী যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তা ব্যতীত তা সম্ভব হতো না।’
‘আমরা আশা করছি, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ হওয়া এবং ফিলিস্তিনের ভূখণ্ড থেকে দখলমুক্ত করা— চলতি সফরে এ ইস্যুতে তিনি (ব্লিনকেন) মনোযোগ দেবেন। আমরা আরও আশা করছি, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারটি বোঝাতে সমর্থ হবেন যে, মধ্যপ্রাচ্যের জন্য ফিলিস্তিন কতটা গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের স্থিতিশীলতা নির্ভর করছে ফিলিস্তিন ইস্যুর ওপর।’