শিরোনাম

“ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার: ড. ইউনূস”

Views: 15

তরুণদের উদ্যোগে, ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে গড়া, এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, তরুণরা সবাইকে একসঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “তরুণরা সমাজ গড়ার আওয়াজ তুলেছে, এবং এই সমাজ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার।” তিনি আরও বলেন, বর্তমান সভ্যতা আমাদের অনেক দিক থেকেই ব্যর্থতার মুখে ফেলেছে, বিশেষত পরিবেশের ক্ষতির পাশাপাশি মানুষের মুনাফার জন্য অন্ধ দৌড়। তবে তিনি আশা প্রকাশ করেন, থ্রি জিরো মডেলের ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, যেখানে সম্পদ কুক্ষিগত থাকবে না এবং তা সবার মধ্যে সমানভাবে বণ্টিত হবে।

বিদেশি অতিথিদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, “আপনারা বাংলাদেশের রাস্তাঘাট ঘুরে দেখুন, তরুণদের অন্তরের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাই, নতুন একটি বিশ্ব গড়ার চিন্তা করুন, যেমনভাবে আমাদের তরুণরা আমাদের শিখিয়েছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সময়ে আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তা শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক অবিচার নয়, জলবায়ু পরিবর্তনের হুমকিও বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ বারবার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে।”

ড. ইউনূস দাবি করেন, দেশের লাখ লাখ মানুষ এখন পরিবর্তন চায় এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে। তিনি আরও বলেন, “এই বছর সম্মেলনের থিম ‘এক বিভক্ত পৃথিবী’। আমি বিশ্বাস করি, প্রতিটি সমস্যার সমাধান রয়েছে, যদি আমরা ধৈর্য এবং সাহসের সঙ্গে এগিয়ে যাই।”

তিন দিনব্যাপী এই সম্মেলন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জন আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণ করছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *