শিরোনাম

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ১০

Views: 38

বরিশাল অফিস :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফাঁকা জায়গায় এই দূর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুই জন নিহত হয়।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারনে যানজটের সৃষ্টি হয়। রেকারের সাহায্যে বাস ও পিকআপটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *