চন্দ্রদ্বীপ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ইতোমধ্যেই বেশিরভাগ দলই স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। সেই তালিকায় আছে ভারতও। স্কোয়াডের পর এবার জার্সিও উন্মোচন করেছে ভারত।
সোমবার ভারতের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে আনল দলটার জার্সি স্পনসরকারী সংস্থা। ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে ভারতের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে আনা হয়েছে।
তবে সমর্থকদের দাবি, জার্সির ছবি আগেই ফাঁস হয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার থেকে একাধিক ছবি ঘুরে বেড়িয়েছে, যেখানে কোনও এক মার্কেটে ভারতের জার্সি টাঙানো ছিল। অনেকে সেটিকেই বিশ্বকাপের জার্সি বলে দাবি করেন। সোমবার আসল জার্সি প্রকাশ্যে আসায় দেখা গেছে, ভাইরাল হওয়া সেই জার্সির সঙ্গে বেশ মিল আছে এই জার্সির।