শিরোনাম

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ

Views: 16

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০০৯ সালে এআইআইএমএসে তার সফল করোনারি বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯১-১৯৯৬ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এবং এপ্রিলে তিনি রাজনীতি থেকে অবসর নেন। মনমোহন সিংয়ের অবদান স্মরণ করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা শোক প্রকাশ করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *