Views: 36
চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে উপজেলার বাংলাবাজার বর্ডার আউট পোস্টোর (বিওপি) আওতাধীন ঘিলাতলী সীমান্ত এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘিলাতলী সীমান্ত দিয়ে ইলিশ পাচারের সময় অভিযান চালায় বিজিবি। তারা ১১ বক্সে মোট ২৭৫ কেজি ইলিশ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইলিশ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার, সুবেদার মো. আবুল বাশার আজাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলী এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।’
তিনি বলেন, ‘আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।’