ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি প্রদানপূর্বক জারি করা প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।”
উল্লেখ্য, এই প্রশিক্ষণটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অংশগ্রহণ সংক্রান্ত অনুমতি প্রত্যাহার করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম