শিরোনাম

ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন

Views: 60

চন্দ্রদীপ ডেস্ক : এবারও সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবারের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে।

বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন। খবর, টিভি নাইন অনলাইন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার এ ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশ- এই চারটি রাজ্যে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকায় জম্মু-কাশ্মীরের নাম নেই।
১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷   প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *