স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বর্তমানে কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণও বন্ধ রয়েছে এবং এখন সবকিছু স্থিতাবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম আরও জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ের একটি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় কিছু অসম চুক্তির বিষয় নিয়ে আলোচনা হবে এবং সমস্যাগুলো সমাধান করার পথ খুঁজে বের করা হবে। এর আগে, মন্ত্রণালয় থেকে বিএসএফকে চিঠি পাঠানো হবে, যাতে অসম চুক্তি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া যায়।
এছাড়া, সারের কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, যদি কেউ কৃত্রিম সারের সংকট তৈরি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ডিলার যদি এর সঙ্গে জড়িত থাকে, তাদের ডিলারশিপ বাতিল করা হবে এবং তাদের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “কৃষকরা আমাদের দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে।”
তিনি আরও জানান, পুলিশ বাহিনী সংকট কাটিয়ে তাদের কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম