ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় পিরোজপুরে সেতুর এপ্রোচ সড়ক ক্ষতিগ্রস্ত, আশ্রয়ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ, জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
এস এম পারভেজ (পিরোজপুর): উপকূলীয় জেলা পিরোজপুরে চলমান বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। চলতি রোপা আউশ ধানের ফসলী জমি, শাক সবিজ এবং রাস্তাঘাটসহ নদ নদীর পানি ফুল-ফেঁপে ওঠায় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের রাস্তাঘাটেও পানি উঠেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে পরায় তারা এখন চরম বিপাকে পরেছেন।
গত কয়েক দিনের টানা বর্ষনে জেলার সাড় ৩শ’ মাছের ঘের ভেসে গেছে।
এদিকে, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান আজ মঙ্গলবার দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত এলাকা মঠবাড়িয়ার ক্ষতাছিড়া, সদরের বাদূরা ব্রীজ-আশ্রায়ন প্রকল্প এবং ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি এসময় বাদূরা ব্রীজর এপ্রোচ সড়কের ক্ষতিগ্রস্ত স্থান তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এসময় তিনি ব্রীজ সংলগ্ন আশ্রয়ন বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেন। তিনি ‘চদ্রদীপ নিউজক’ জানান, সরকারি পর্যাপ্ত ত্রান ও খাদ্য সরবরাহ মজুদ রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ চলছে।
অন্যদিক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান শরীফ ‘চদ্রদীপ নিউজকে’ জানান, ধানিসাফা সড়কের বিভিন্ন স্থানে পানির চাপ বেড়ে সড়কে বড় বড় গর্ত হয়ে জনদুর্ভাগ সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড় ৯টা) ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।