শিরোনাম

ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ ওয়েব সিরিজের মাধ্যমে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করেছেন, যা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিয়া আয়মান একটি বিস্তারিত পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, “প্রিয় দর্শক, আশা করি আপনরা ভালো আছেন। সম্প্রতি একটি লাইভ প্রমোশনের পর আমি বুঝতে পারি, অনেকেই আমার উপর রেগে আছেন। আমি নিজেও মনে করি, আরও সতর্কভাবে প্রমোশন করা যেত।”

তিনি আরো উল্লেখ করেন, “একটি প্রোডাকশনে অভিনয় করতে আমাদের মন প্রাণ দিয়ে কাজ করতে হয়, তবে ডায়ালগ এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করেন পরিচালক ও প্রযোজক। এদিকে, প্রচারের সময়ও চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করে। আমরা শিল্পীরা মন খুলে প্রমোশনে অংশ নেই।”

সাদিয়া বলেন, “হরর জনরার কন্টেন্টের প্রমোশনের জন্য লাইভে আসার আইডিয়া শুনে আমি প্রথমে না করতে চেয়েছিলাম। তবে চ্যানেল কর্তৃপক্ষের ব্যাখ্যা শুনে আমি অংশ নিই। লাইভের ১০ মিনিটের মধ্যে বুঝতে পারি, আমি আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তায় ফেলেছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টার প্রকাশ করে দেওয়া হয়, যাতে সবাই বুঝতে পারে এটি একটি ফিল্মের প্রমোশন।”

“আপনাদের দুশ্চিন্তা আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়গুলোতে আরও দায়িত্বশীল হব। আপনারা যে সহানুভূতি ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *