মো:আল-আমিন, পটুয়াখালী: কলাপাড়ার মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্ব হস্তান্তর নিয়ে চলছে লুকোচুরি খেলা।
ওখানকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বদলির সময়ে কাজী মো. জাহিদুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হলেও অপর একজনকে দায়িত্ব দিতে মরিয়া হয়ে উঠেছেন কতিপয় কর্মকর্তা। তবে কে ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, কিছুদিন আগে মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বদলি হন। ওই সময়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী মো. জাহিদুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর থেকে তিনি মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু অপর একজনকে ওই দপ্তরের দায়িত্ব দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা। গত সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বরাত দিয়ে কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন তার কাছে দপ্তরের চাবি চাইতে যান। পরে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তিনি চলে আসেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। লিখিত কোনো নির্দেশনা ছাড়া রাতের আঁধারে একটি দপ্তরের চাবি বুঝে নিতে যাওয়ার বিষয়টি মানতে পারছে না অনেকেই।
কাজী মো. জাহিদুল ইসলাম বলেন, অনেক দিন ধরে মহিপুর ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি। এখানকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বদলির সময় দপ্তরের দায়িত্বভার আমাকে বুঝিয়ে দেন। কয়েকদিন আগে আমার একই ব্যাচের সাইফুল নামের একজন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে এখানে বদলি হয়ে আসে। তবে, সে আসার পরেই আমার কাছ থেকে দায়িত্ব নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এছাড়া তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য উপরমহল থেকে আমাকে বারবার চাপ দেয়া হচ্ছে।
ওই দপ্তরের চাবি নিতে আসা কলাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এসিল্যান্ডের নির্দেশনায় আমি ওখানে গিয়েছিলাম।