শিরোনাম

ভোজ্যতেলের মূসক কমিয়ে ৫% করা হলো

Views: 9

ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ১৭ অক্টোবর, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেলের সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ মূসক অব্যাহতি দেয়া হয়েছিল। এবার সেই আদেশের মাধ্যমে আমদানি পর্যায়ে কেবল ৫ শতাংশ মূসক কার্যকর থাকবে।

এছাড়া, এর আগে জাতীয় রাজস্ব বোর্ড চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধি করতে কর অব্যাহতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছিল।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *