Views: 57
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে নাতির কাঁধে ভর দিয়ে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারোটার দিকে ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী মো. ফকু বিশ্বাস।
বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি। চোখে ঠিকমতো দেখতে পান না, তবে কানে স্পষ্ট শুনতে পান। এই বয়সেও ভোট দিতে পেরে তিনি খুব খুশি।
পটুয়াখালী পৌর শহরের এই পৌঢ় ভোটার তিন ছেলে ও এক মেয়ের জনক।
৯০ বছর বয়সী ফকু বিশ্বাস বলেন, এই বৃদ্ধ বয়সেও ভোট দিতে পারবো সেটা ভাবতে পারিনি। খুব সহজে ভোট দিয়েছি। কেউ কোনো ভাবেই আমাকে প্রভাবিত করতে পারেনি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। নির্বাচন এভাবেই হওয়া উচিত।