ভোলায় অপহরণের সাত ঘণ্টা পর ১৫ মাস বয়সী কন্যাশিশু আয়াতকে উদ্ধার করেছে পুলিশ। অক্ষত অবস্থায় শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে, পুলিশ জানায়, এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, ঘটনাটি ঘটেছিল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার জয়নাল আবেদীন তালুকদারের বাড়িতে। শিশুটি সকাল ৭টার দিকে নিখোঁজ হয়, যখন সে ঘুমন্ত অবস্থায় ছিল। আয়াত শিশুটির মা জাকিয়া তাকে দুধপান করিয়ে ঘুম পাড়িয়ে বাইরে গিয়েছিলেন। পরে, ঘরে ফিরে তিনি দেখতে পান শিশুটি নেই।
শিশু আয়াত ওই এলাকার মৌলভী আলী আহমেদ ও বিবি ফাতেমা দম্পতির বড় মেয়ে। তার বাবা ঢাকার হেমায়েতপুর এলাকার একটি স্টিলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা যখন বাইরে ছিলেন, তখন শিশুটির নানি ফাতেমা ঘরের কাজ করছিলেন। কিছু সময় পরে, শিশুটির মা ফিরে এসে দেখেন ঘরে শিশু নেই। এরপর তারা বাড়ির আশপাশে এবং বিভিন্ন জায়গায় শিশুটির খোঁজ নিতে শুরু করেন, এমনকি মাইকিংও করা হয়। কিন্তু কোথাও শিশুটির খোঁজ মেলেনি।
পরে, সকাল সাড়ে ৮টার দিকে, জেলা শহরের অফিসার পাড়া এলাকায় বোরকা পড়া এক অজ্ঞাত নারী শিশুটিকে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন শিশুটিকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ৯৯৯-এ কলের পর ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে শিশু আয়াতের মা জাকিয়া ঢাকা পোস্টকে বলেন, “সকালে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার মেয়ে নেই। পরে পুলিশ আমাকে জানায় যে, শিশুটি তাদের হেফাজতে আছে। পরে পুলিশ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “একটি অজ্ঞাত বোরকা পড়া নারী শিশুটিকে রেখে পালিয়ে যাওয়ার পর আমরা শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তদন্ত চলছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম