ভোলা প্রতিনিধি: ভোলায় সরকারি ও বেসরকারি অর্থনৈতিক গড়ে তুলতে আজ পৃথক দুটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ( বেজা) নির্বাহি চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন। জেলা সদরের বাগমারা এলাকায় সরকারি অর্থনৈতিক অঞ্চল ও শিবপুর মেঘনা নদীর পাড়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে। বেজা’র নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ভোলায় গ্যাসের মজুদ রয়েছে। ফলে এখানে শিল্পায়ন করতে অর্থনৈতিক অঞ্চল বিশেষ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ভোলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বেজা কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, সিনিয়র সহকারি সচিব মোঃ নিকারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ ও ভোলা বেসরকারি উন্নয়ন কোম্পানি ম্যানেজারসহ প্রতিনিধিরা।