বরিশাল অফিস :: ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে কোস্টগার্ড এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সন্ত্রাসীর নাম সুজন, এবং তার কাছ থেকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত রাতে (মঙ্গলবার থেকে বুধবার ভোর) কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে অংশ নেন। অভিযানে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়।
কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী সুজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।