মো: তৈয়বুর রহমান (ভোলা): “এসো গনিত শিখি, মহাবিশ্বকে জানি “এ স্লোগান কে কেন্দ্র করে ভোলা গনিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গনিত অলিম্পিয়াড প্রতিযোগীতা ও এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ই আগস্ট দুপুর ৩টায় প্লাটিনাম সাইন্স সোসাইটি এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগীতায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, এই প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম ও সেকেন্ডারি গ্রুপে ৯ম থেকে ১০ম এই ২ টি গ্রুপে ভোলা সদরের ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। দুপুর ৩টা থেকে শুরু হয়ে এই প্রতিযোগীতা চলে ৪ টা পর্যন্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতাটি পরিচলানায় সহযোগিতা করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লাটিনাম সাইন্স সোসাইটি এর সভাপতি ডাক্তার শ্বাশত মিস্ত্রি চন্দন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ভোলা সরকারি কলেজের গনিত বিভাগের সহোযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল শিকদার প্রমুখ।
এ প্রতিযোগীতায় জুনিয়র (৬ষ্ঠ- ৮ম) গ্রুপের বিজয়ীরা হলেন, প্রথম স্থান হিমেশ মন্ডল (ষষ্ঠ শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,২য় স্থান রুকাইয়া হাসান (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান দিদারুল ইসলাম জিদান (সপ্তম শ্রেণী), ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, ৪র্থ স্থান মোঃ হাবিব (ষষ্ঠ শ্রেণী), টবগী মাধ্যমিক বিদ্যালয়, ৫ম স্থান আমেনা আনিকা তাসনিম (অষ্টম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সেকেন্ডারি (৯ম-১০ম) গ্রুপের বিজয়ীরা হলেন,
প্রথম স্থান জুইফুর রহমান ( নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ২য় স্থান মোঃ রিয়াদ হোসেন চৌধুরী (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,৩য় স্থান তমালিকা দাস (নবম শ্রেণী), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
৪র্থ স্থান মোঃ আবরার জাহি (নবম শ্রেণী), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়,৫ম স্থান মোঃ হাসনাত (দশম শ্রেণী), আবদুর রব স্কুল এন্ড কলেজ।
প্লাটিনাম সাইন্স সোসাইটির সম্পাদক রেদওয়ান ইসলাম হৃদয় পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন।