শিরোনাম

ভোলায় চাচিকে হত্যায় ভাতিজাসহ গ্রেফতার ৩

Views: 33

বরিশাল অফিস::  চাচিকে হত্যা মামলায় ভাতিজাসহ মোট তিন আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে লালমোহন থানায় আনা হয়। এরআগে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. রিপন ও তার স্ত্রী সুইটি বেগম এবং মা বিবি ছকিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া কান্দি এলাকার আবুল কালাম সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগমকে গাছের ডাল দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন চিকিৎসক। বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন বেগম।

তিনি আরো জানান, ওই ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে নিহত পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে ভাতিজা রিপনসহ ৪ জনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পালিয়ে থাকতে শুরু করেন আসামিরা। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায়, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত মূল অভিযুক্ত রিপনের শ্বশুরবাড়ি থেকে তাকেসহ মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদেরকে লালমোহন থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *