ভোলা প্রতিনিধি: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, তজুমুদ্দিন শম্ভুপুর ইউনিয়ন দক্ষিন শাখা সভাপতি খান মোহাম্মদ ইব্রাহীম, তন্ময় হাসান রিয়াদ মীর (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, হাসান নগর ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা। পিকুরুল ইসলাম বাহার (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, ৪নং কাচিয়া ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা| আমির খসরু জিহান (সাধারণ সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ, আবু আবদুল্লাহ্ কলেজ শাখা, দৌলতখান, ভোলা এবং মিরাজ আফসান (কর্মী), বাংলাদেশ ছাত্রলীগ, চরসামাইয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা জেলার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
আরও বলা হয়, সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ওই পাঁচ নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ মুজিব ও শেখ হাসিনার আদর্শে আদর্শিত। সেখানে আদর্শ বিচ্যুতি কোনো ঘটনা ঘটলে, আদর্শের সঙ্গে কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবই। যার কারণে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত (১৯ আগস্ট) ভোলা জেলার দৌলতখান উপজেলার ৪ ছাত্রলীগে নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।