Views: 19
বরিশাল অফিস :: ভোলার চরফ্যাসনে সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ফ্যাসন স্কয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের চরফ্যাসন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাসেম এর পরিচালনায় উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।
বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা আমীর মাষ্টার মো. জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মো. হারুন অর রশিদ।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, দুলার হাট থানা আমীর মাওলানা সিরাজুল ইসলাম, চরফ্যাসন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরকার ও মিডিয়া ব্যক্তি সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান, আলহেরা ও দ্বীপাঞ্চলের শিল্পীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার শত-শত মানুষ অংশগ্রহণ করেন।