শিরোনাম

ভোলায় ট্রলার ডুবির পর একজনের লাশ উদ্ধার

Views: 71

বরিশাল অফিস :: ভোলায় ট্রলার ডুবির ৮ দিন পর ছেলে পারভেক সরদারের লাশ পাওয়া গেছে। আজ দুপুর ১২টার দিকে পারভেজের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে কোস্টগার্ড সদস্যরা এসে লাশ উদ্ধার করেছে। তবে বাবা আব্দুর রাজ্জাক এখনও নিখোঁজ রয়েছেন।

উল্লেখ, গত রবিবার দিনগত মধ্যরাতে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জে যাওয়ার পথে ট্রলারটি ইলিশা ফেরিঘাট এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে সাতজন শ্রমিক ছিলেন। পাঁচজন শ্রমিক উদ্ধার হন এবং আব্দুল রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার নিখোঁজ থাকেন।

পরদিন সোমবার সকাল থেকে কোস্টগার্ড, ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ ডুবুরি টিম উদ্ধার অভিযানে নামে। দ্বিতীয় দিন মঙ্গলবার ট্রলারটি উদ্ধার করে। তবে নিখোঁজ পিতা-পুত্রের সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ডুবির ৮ দিন পর আজ একই এলাকায় পুত্রের লাশ ভেসে ওঠে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়া।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *