বরিশাল অফিস:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ১১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান প্রত্যেক জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেন। ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেঘনা ও তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ কার্যক্রম বন্ধের অংশ হিসাবে মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে তেতুলিয়ার নদী থেকে ১১ জন জেলেকে আটক করা হয়। এ সময় প্রায় ৪০০০ মিটার জাল জব্দ করা হয়। পরে প্রত্যেক জেলেকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে ভোলা সদর থানা ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।