বরিশাল অফিস :: ভোলার লালমোহনে পুকুরে ডুবে মারিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেবীরচর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তোফায়েল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সকাল থেকে মারিয়ার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আর শিশু মারিয়া বসতঘরে একা একা খেলাধুলা করছিল। দুপুরের দিকে শিশুটি তার মা ও পরিবারের অগচরে বসতঘর থেকে বের হয়ে বসতঘরের পাশে পুকুরে পরে যায়।
পরে দীর্ঘ সময় শিশুটিকে বসতঘরে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বসতঘরের পাশে পুকুরে শিশুটিতে ভাসতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।