বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশা চাপায় মো. আবু সাঈদ নামে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনা ধামাচাপা দিতে শিশুর মরদেহ মাটিচাপা দিয়ে পালিয়ে যায় অটোচালক রহুল আমিন। প্রায় ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর করে বাড়ির পাশের খাদে শিশুর জুতা দেখতে পায় পরিবার। পরে মাটিতে পোঁতা অবস্থায় শিশু আবু সাঈদের নিথর দেহ উদ্ধার করা হয়।
বুধবার ঐ উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমুহনী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাঈদ ঐ এলাকার বাকের সরদারের ছেলে। পলাতক অটোচালক রুহুল আমিন ওরফে ভুট্টু একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মোল্লার ছেলে।
নিহতের চাচা মো. মোতালেব হোসেন বলেন, আমার ছোট ভাই বাকের সরদার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে। গত ১৮ জুন সে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে আমার ভাতিজা আবু সাঈদ বাড়ির পাশে রাস্তায় বের হলে স্থানীয় অটোচালক রুহুল আমিন ওরফে ভুট্টু তাকে চাপা দেয়। এতে সে মারা যায়। এরপর বিষয়টি ধামাচাপা দিতে শিশুটিকে মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় রুহুল আমিন।
চরফ্যাশনের শশীভূষণ থানার এসআই গোফরান সিকদার জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।