ভোলার কোড়ালিয়া গ্রামে কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটকরা হলেন, আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫), যাঁরা কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক আলমগীর ও রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে ভূমিদস্যুতা এবং এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার কথাও উঠে এসেছে।
কোস্টগার্ড তাদের আটক করার পর, অনুসন্ধান চালিয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মাধ্যমে এ অঞ্চলে চলমান অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম