Views: 32
বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সামনে মেইন রোডে এক শিশুকন্যাকে বুধবার সকালে পাওয়া যায়। শিশুটি পিতা-মাতাকে খুঁজে পেতে শুধু কাঁদছে। কিছুই বলতে পারে না।
শিশুটি বর্তমানে দক্ষিণ আইচা থানায় পুলিশের হেফাজতে আছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহম্মেদ বলেন, শিশুটি কিছুই বলতে পারে না। তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পিতা-মাতা আত্মীয়স্বজনের খোঁজ পেলে থানার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।