শিরোনাম

ভোলায় বিয়ের গেটে টাকার বিরোধে সংঘর্ষ, আহত ২৫

Views: 24

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগও উঠেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, “বিয়ের প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে বউ আনতে কনের বাড়িতে যাই। গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমাদের পরিবারের ১৫ জন আহত হয়েছেন।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “এ সময় কনের জন্য নেওয়া স্বর্ণালংকারসহ বিয়ের যাবতীয় আসবাবপত্র ও ব্রিফকেসে থাকা সব মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় কনেপক্ষের লোকজন।”

এদিকে বিয়ের বাড়ির গেটে থাকা কনের মামাতো বোন আমেনা বেগম জানান, “বরযাত্রীকে স্বাগত জানাতে আমরা কয়েকজন গেটে টেবিল বসিয়ে অপেক্ষায় থাকি। দুপুর দেড়টার দিকে বরযাত্রী আসলে গেটে বর পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। বরপক্ষ ৩ হাজার টাকা দিলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে বরপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালালে ১০ জন আহত হন।”

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিতভাবে কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *