শিরোনাম

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুজন বন্ধুর

Views: 16

ভোলার চরফ্যাশনে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইমুদ্দির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে ইমান এবং বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেছার উদ্দিন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর বন্ধু সিয়াম, যিনি চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আনছার আলীর ছেলে। আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার বিকালে নেছার উদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চরফ্যাশন আসছিলেন। পথে কাইমুদ্দির মোড়ে তাদের মোটরসাইকেলটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা মালবাহী নসিমন ও করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমান ও নেছার উদ্দিন গুরুতর আহত হন এবং তাদের মৃত্যু হয়। আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এদিকে, চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। যদি নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকে, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *