বরিশাল অফিস :: র্যাব-৮ ও ৭ এর যৌথ একটি অভিযানে মো. নিরব ড্রাইভার (৩৯) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরব ভোলার লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।
এএসপি জামাল উদ্দিন জানান, নিরবের বিরুদ্ধে লালমোহন থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা হয়। সেই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণা হওয়ার পর থেকে নিরব পলাতক থাকে। চট্টগ্রামে সে ছন্দনামে বসবাস করত। এরপর র্যাব-৮ ও ৭ তথ্য প্রযুক্তির মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রোববার আদালত সোর্পদ করে।