বরিশাল অফিস ::ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে জেলার দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত তিন জলদস্যু হলেন- মো. আনোয়ার হোসেন, সোহেল আহমেদ এবং হাসান আলী। এদের সবার বাড়ি দৌলতখানের খায়ের হাট বাজার এলাকায়।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত। তারা বিগত কয়েকবছর ধরে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ডাকাতি করে আসছে। এছাড়াও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।
আটক করার সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্রসহ ১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।