ভোলার চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন মিলন বাজার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেল ৩:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নুরে আলম জানিয়েছেন, ভোলা থেকে দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা বাজারে আসার সময় একটি বাসকে সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় সিএনজির যাত্রী, মো. মিজানুর রহমান মনিরের কাঁধে থাকা ছোট শিশু মুনতাহা মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় স্থানীয়রা সিএনজিটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মো. রেহান উদ্দিন জানিয়েছেন, নিহত শিশুর লাশ ও সিএনজিটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম