শিরোনাম

ভোলায় সাবেক চার সংসদ সদস্যসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

Views: 9

ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদীর অভিযোগে আরও অজ্ঞাত ৩০০-৪০০ জনকেও আসামি করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সাবেক চার সংসদ সদস্য হলেন:

ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ

ভোলা-২ আসনের আলী আজম মুকুল

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

আলী আজম মুকুল এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বর্তমানে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, তোফায়েল আহমেদ ও নুরুন্নবী চৌধুরী শাওনের অবস্থান নিশ্চিত করা যায়নি। ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় নেই বলে জানা গেছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্মী আরিফ হোসেন।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই মামলার তদন্ত শুরু করেছে।

এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *