চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভোলায় অবৈধভাবে হলুদ মরিচে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, স্থানীয় একটি দোকানে করাতকলের কাঠের মিহি গুঁড়ার সঙ্গে রং, মরিচ ও হলুদ মিশিয়ে মরিচ প্রস্তুত করা হচ্ছিল।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার খালপাড় সড়কের মাকসুদ হলুদ মরিচ দোকানে এই ঘটনা ঘটে। স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ার পর বিষয়টি ভোক্তা অধিকার অধিদপ্তরকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরে দোকান মালিক মাকসুদ ও তার ছোট ভাই আত্মগোপন করেন।
দোকান মালিকের বড় ভাই মোহাম্মদ মামুন বলেছেন, ছোট ভাইয়ের অপরাধে তারা দুঃখিত, তবে তারা এই কাজের সঙ্গে জড়িত নন। স্থানীয় ভোক্তারা জানান, এসব অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে করাতকলের কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে তাদের খাওয়াচ্ছেন।
বাজারে ভেজাল হলুদ ও মরিচের দাম তুলনামূলক কম থাকায় সাধারণ ক্রেতারা এগুলো কিনতে উৎসাহী হচ্ছেন। ভোলার নাগরিক অধিকার ফোরামের সম্পাদক শাহাদাত হোসেন শাহীন বলেন, এই ধরনের প্রতারণা অব্যাহত থাকায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক সাদ্দাম হোসেন খান বলেন, রাসায়নিক দ্রব্য মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে, যার মধ্যে ক্যান্সার, কিডনি ও লিভারের রোগ অন্তর্ভুক্ত।
এদিকে, ভোক্তা অধিকার ভোলার এডিসি জানান, অভিযুক্ত ব্যবসায়ী আত্মগোপনে থাকায় তারা দ্রুত ব্যবস্থা নিতে কাজ করছেন।